Aadhaar Card New Rules! UIDAI এর নতুন নিয়মে বাবা অথবা স্বামীর নাম পরিবর্তন

By Tech405

Updated on:

Aadhaar Card New Rules

Aadhaar Card New Rules Update Address 2025:- আধার কার্ডে নতুন নিয়ম। UIDAI এর পক্ষ থেকে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডে, বাবা অথবা স্বামীর নাম সংশোধন বা পরিবর্তন করতে পারবেন না।অনলাইনে এখন শুধুমাত্র আপনি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

যদি আপনি আপনার আধার কার্ডের অভিভাবকের নাম, সংশোধন বা পরিবর্তন করাতে চান। সে ক্ষেত্রে আপনাকে আধার সেন্টারে যেতে হবে। আধার সেন্টারে গিয়েই আপনি আপনার আধার কার্ডে অভিভাবকের নাম পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন। UIDAI এর পক্ষ থেকে, অনলাইনে অভিভাবকের নাম সংশোধন করার অপশন তুলে নেওয়া হয়েছে।

বিষয়বিবরণ
আজকের আপডেটAadhaar Card New Rules! UIDAI এর নতুন নিয়মে বাবা অথবা স্বামীর নাম পরিবর্তন
টার্গেট খবরAadhaar Card New Rules
কত খরচ হবেমাত্র 75 টাকা
কত সময় লাগবে48 থেকে 72 ঘন্টা
ডিপার্টমেন্ট বিভাগUIDAI

Aadhaar Card New Rules ?

চালু হলো আধার কার্ডের নতুন নিয়ম। এখন আর আপনি অনলাইন থেকে কোন প্রকারে আপনার আধার কার্ডে অভিভাবকের নাম পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন না। আপনি যদি আপনার অভিভাবকের নাম আধার কার্ডের সংশোধন করাতে চান। তাহলে আপনাকে সরাসরি আধার সেন্টারে দিয়ে এই সংশোধন করাতে হবে।

UIDAI এর পক্ষ থেকে, অনলাইনের মাধ্যমে আধার কার্ডে অভিভাবকের নাম সংশোধন করার অপশনটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। তবে চিন্তার কোন বিষয় নেই। অনলাইনে আরো একটি পদ্ধতি চালু রয়েছে যার মাধ্যমে আপনি অভিভাবকের নাম বা বাবা অথবা স্বামীর নাম পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন।

বাবা অথবা স্বামীর নাম আপডেট কিভাবে করব ?

আপনার আধার কার্ডে যদি বাবা অথবা স্বামীর নাম আপডেট করা প্রয়োজন হয়। তাহলে আপনি হেড অফ দা ফ্যামিলি হিসেবে আপনার আধার কার্ডের গার্জেন আপডেট করাতে পারবেন। এছাড়া আর অন্য কোন উপায় আপাতত অনলাইনে চালু নেই।

এখন আপনারা হেড অফ ফ্যামিলির মাধ্যমে কিভাবে আপনার আধার কার্ডের অভিভাবকের নাম আপডেট করাবেন।সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে দেওয়া রয়েছে। আপনি নিচের পদ্ধতি ব্যবহার করে আপনার আধার কার্ডের অভিভাবকের নাম হেড অফ দা ফ্যামিলির মাধ্যমে আপডেট করাতে পারবেন।

HOF Aadhaar Address Update 2025?

1. হেড অফ ফ্যামিলির মাধ্যমে যদি আধার কার্ড আপডেট করাতে চান। তাহলে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরেই প্রথমত আপনি এখানে লগইন করে নেবেন।

2. লগইন হয়ে গেলেই আপনারা ড্যাশবোড়ে চলে যাবেন। এখানে এড্রেস আপডেট নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই অ্যাড্রেস আপডেট অপশন এর ওপর ক্লিক করবেন।

3. এরপরে Update Address Using the Head of Family Member’s Aadhaar এর উপর ক্লিক করবেন। এখন আপনারা আধার কার্ডে যে ঠিকানা বা এড্রেস রয়েছে সেটা দেখিয়ে দেবে।

4. এর নিচেই আপনারা হেড অফিস ফ্যামিলির আধার কার্ড নম্বর বসানো জায়গা দেখতে পাবেন। সেই ঘরে আধার নম্বর বসিয়ে দেবার পরে তার নিচে মোবাইল নম্বরটি অটোমেটিক নিয়ে নেবে। যে মোবাইল নম্বরটি ফ্যামিলির আধার কার্ডের লিংক রয়েছে।

5. এরপরে এপ্লিকেন্ট এর সঙ্গে কি রিলেশন সেটি সিলেক্ট করতে হবে। এখন আপনি কোন ডকুমেন্ট আপলোড করতে চান সেই ডকুমেন্টটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে।

6. আপনি ওপর যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেই ডকুমেন্ট এখন আপনি আপলোড করে দেবেন। এখানে মনে রাখার বিষয় হচ্ছে ডকুমেন্টের সাইজ দুই এমবি হতে হবে। আর JPG, JPEG, PNG, PDF ফরমেটে হতে হবে।

7. এখানে দেওয়ার সমস্ত তথ্য সঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এখন আপনাকে ৫০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে আপনাকে একটি এসআরএন নম্বর দেওয়া হবে।

8. এখন আপনি আধার কার্ডের এই ওয়েবসাইটে হেড অফ ফ্যামিলির আধার নম্বর দিয়ে লগইন করবেন। তারপরে নিচের দিকে দেখবেন My HoF Requests নামে একটি অপশন দেওয়া রয়েছে।

9. আপনি My HoF Requests উপর ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় বা পেমেন্ট করার পরে আপনাকে যে এস আর এন নম্বর দেওয়া হয়েছিল সেটি বসে সার্চ করবেন।

10. এরপরে আপনি এখানে Accept অপশনে ক্লিক করবেন।

আধার কার্ডে আপডেট হতে কত সময় লাগবে ?

আপনি যদি নরমালি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করান। সে ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের অ্যাপ্লিকেশনটি এপ্রুভড হয়ে যায়। তবে যেহেতু আপনি হেড অফ ফ্যামিলির আধার নম্বরের মাধ্যমে এপ্লিকেশনটি সাবমিট করেছেন। সেই জন্য এখানে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

তবে UIDAI এর পক্ষ থেকে জানানো হয় কমপক্ষে তিন মাস সময় লাগবে অথবা ৯০ দিনের মতো সময় লাগবে।কিন্তু আমাদের জানামতে, অধিকাংশ এপ্লিকেশন ২৪ থেকে ৪৮ ঘন্টা অথবা ৭২ ঘণ্টার মধ্যেই Accept হয়ে যায়। তবে যেহেতু ফ্যামিলির মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করেছেন। সেই জন্য এক্ষেত্রে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Aadhaar Card New Rules! UIDAI এর নতুন নিয়মে বাবা অথবা স্বামীর নাম পরিবর্তন

আধার কার্ডে নতুন নিয়ম। UIDAI এর পক্ষ থেকে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডে, বাবা অথবা স্বামীর নাম সংশোধন বা পরিবর্তন করতে পারবেন না।অনলাইনে এখন শুধুমাত্র আপনি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

Leave a Comment