Aadhaar Mobile Link বাড়িতে বসে করুন ! UIDAI এর নতুন উদ্যোগ

By Tech405

Published on:

Aadhaar Mobile Link Launch UIDAI Aadhar App

Aadhaar Mobile Link Launch UIDAI Aadhar App :- UIDAI এর পক্ষ থেকে নতুন একটি এপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন বা আপডেট করাতে পারবেন। এছাড়াও ইউ আই ডি এ আই এর পক্ষ থেকে পুরাতন একটি পদ্ধতি চালু রয়েছে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করানোর জন্য।

তবে আজকের প্রতিবেদনে আপনাদের দুইটি পদ্ধতি জানানো হবে। বাড়িতে বসে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য, ইউ আই ডি এ আই এর পক্ষ থেকে যে নতুন অ্যাপ্লিকেশন টি লঞ্চ করা হয়েছে। সেটার বিষয়েও আপনাদের জানানো হবে আজকের এই প্রতিবেদনে।

বিষয়বিবরণ
আজকের আপডেটAadhaar Mobile Link বাড়িতে বসে করুন ! UIDAI এর নতুন উদ্যোগ
মেন কনসেপ্টAadhaar Mobile Link Online 2025
কত টাকা লাগবেআধার সেন্টারে গেলে ৭৫ টাকা, নতুন অ্যাপ্লিকেশনে কত সেটা জানা যায়নি
কত সময় লাগবে৭ থেকে ১৫ দিনের মধ্যে হয়ে যাবে।
কারা করতে পারবেযার আধার কার্ড আছে, তারা সবাই করতে পারবে!
কবে থেকে শুরু হবেনতুন অ্যাপ্লিকেশনটি নভেম্বর অথবা ডিসেম্বর থেকে চালু হতে পারে !

কেন আধার কার্ডে মোবাইল লিঙ্ক করবেন ?

আপনি কেন আপনার আধার কার্ডের মোবাইল লিংক করবেন। এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। তবে আশ্চর্য বিষয় হচ্ছে। যারা এই প্রশ্নগুলো করে থাকে। সেই সব ব্যাক্তিরাই অন্য সময় যেকোনো সমস্যায় পড়ে যান। কারণ অনলাইনে রেশন কার্ড এ কেওয়াইসি করার জন্য। বা আরো অন্যান্য কাজ করার জন্য। এখন আধার ওটিপি দিয়ে বাধ্যতামূলক করা হয়েছে।

Aadhaar Card New Rules! UIDAI এর নতুন নিয়মে বাবা অথবা স্বামীর নাম পরিবর্তন

যেমন রেশন কার্ডের ekyc আধার otp মাধ্যমে করতে হবে। এছাড়াও রেশন কার্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা আঁধার ওটিপি এর মাধ্যমে ইনস্ট্যান্টলি করতে পারবেন। এছাড়াও সরকারি কোনো প্রকল্পের সুবিধা নিতে হলে সেখানেও আধার ও টি পি দিয়ে আবেদন করতে হবে। এছাড়াও আপনার আধার কার্ড সুরক্ষিত রাখার জন্যেও আধার ও টি পি ব্যবহার করে সুরক্ষিত রাখতে পারবেন।

তো সমস্ত জিনিসগুলো আপনাদেরকে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা সম্ভব না। তবে মনে রাখবেন যদি আপনি আপনার আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক না করেন। তাহলে পরবর্তীতে আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই দেরি নয় যত দ্রুত সম্ভব আপনার আধার কার্ডের মোবাইল নম্বর না থাকলে করেন।

আধার কার্ডের মোবাইল লিংক হতে কত সময় লাগবে ?

আধার কার্ডে মোবাইল লিঙ্ক হতে কত সময় লাগবে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। তবে আপনাকে প্রথমে জানতে হবে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কত প্রকারে করা যাবে। যেমন ধরুন আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের মোবাইল লিংক করা যায়। পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করা যায়। দুটো ক্ষেত্রে আলাদা আলাদা সময় নির্ধারিত রয়েছে।

পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করান। সে ক্ষেত্রে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অধিকাংশ সময় ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগবে। আর যদি আপনি আধার সেন্টারে গিয়ে করান। তাহলে সেক্ষেত্রে পাঁচ দিন থেকে সাত দিন অথবা ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আধার সেন্টারে গিয়ে করালেও 24 থেকে 48 ঘন্টা অথবা 72 ঘন্টা সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় কিছু ক্ষেত্রে।

আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করানোর জন্য কত টাকা খরচ হবে ?

আগে আধার কার্ডের মোবাইল নম্বর করানোর জন্য শুধুমাত্র ৫০ টাকা খরচে তো। কিন্তু এখন সরকার সেই টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এখন আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করতে গেলে ৭৫ টাকা খরচ হবে। তবে ইউআইডিএআই এর পক্ষ থেকে যে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। সেই নতুন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কত টাকা খরচ হবে সে বিষয়ে এখনও জানা যায়নি।

তবে হিসেব অনুযায়ী এক জায়গায় যদি 75 টাকা খরচ হয় তাহলে ইউ আই ডি এ আই এর পক্ষ থেকে যে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে সেখানে 75 টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা পানে তাকাবেন না আপনার আধার কার্ডের যেহেতু মোবাইল লিঙ্ক নেই, তাই দ্রুত আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন।

Aadhaar Mobile Link কিভাবে করব ?

আধার কার্ডের মোবাইল লিঙ্ক আপনারা এখন আধার সেন্টারে গিয়ে করতে পারবেন খুব সহজে। এছাড়া যদি আপনার নিকটবর্তী কোন পোস্ট অফিসে আধার কার্ডের কাজ হয় তাহলে সেখানে গিয়েও আপনি মোবাইল লিংকের কাজটি করাতে পারবেন। তবে যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে সব জায়গায় কাজ হয় না।| সেই কারণে আধার সেন্টার অপশন রয়েছে।

আর আপনি যদি আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার আপডেট করাতে চান। সেক্ষেত্রে লম্বা লাইন এর মধ্যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে। তাই এই লম্বা লাইনে দাঁড়িয়ে যেন না থাকতে হয়। সেজন্য ইউ আই ডি এ আই অ্যাপার্টমেন্ট বুকিং এর সুবিধা চালু করেছে। আপনি যদি এপয়েন্টমেন্ট নিয়ে আদার সেন্টারে যান তাহলে আপনাকে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না।

নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট টাইমে আধার সেন্টারে পৌঁছে গেলে আপনার কাজ হয়ে যাবে। যেহেতু আপনি অলরেডি এপারমেন্ট নিয়ে রেখেছেন। তাই আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আর এই অ্যাপার্টমেন্ট আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন।

Aadhaar Mobile Link Launch UIDAI Aadhar App ?

এছাড়াও ইউ আই ডি এ আই এর পক্ষ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। সেই নতুন application এর মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ইউআইডিএআই নতুন অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ভাবে লঞ্চ করেনি। তার মানে আধার কার্ডের যাবতীয় কাজ এখনো এই অ্যাপ্লিকেশনের শুরু হয়নি।

তবে বেশ কিছু কাজ আপনারা এখন এই নতুন অ্যাপ্লিকেশন থেকে করতে পারবে। এবার অনেকেই বলবেন যে কিভাবে এই নতুন অ্যাপ্লিকেশন থেকে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে। তবে জেনে রাখা ভালো খবর মারফত জানা গিয়েছে যে, আধার কার্ডের এই নতুন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে শুধু মোবাইল নম্বর নয়, নাম, ঠিকানা, জন্ম তারিখ, অভিভাবকের নাম সহ সমস্ত তথ্য আপডেট করাতে পারবেন।

ইউ আই ডি এ আই এর নতুন অ্যাপ্লিকেশন কাজ কিভাবে করব ?

আপনি যদি আপনার আধার কার্ডে নাম জন্মতারিখ ঠিকানা জেন্ডার এগুলো আপডেট করাতে চান। সে ক্ষেত্রে ভারতের ফিঙ্গারপ্রিন্ট অথবা চোখের রেখা স্ক্যান করে আপনাকে আপডেট করাতে হবে। অন্যথায় আপনি কিন্তু আপডেট করাতে পারবেন না মোবাইল ওটিপি দিয়ে।

ঠিক ওই একই রকম ভাবে ইউ আই ডি এ আই এর পক্ষ থেকে যে নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে। সেই নতুন অ্যাপ্লিকেশন ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে আধার এর তথ্য আপডেট করানো যাবে। মানে আপনার চোখের রেখা স্ক্যান করে ধরে রেখেছেন করা হবে তারপরে কিন্তু আপনার আপডেট করাতে পারবেন।

তবে এই বিষয়ে পরবর্তীতে কোন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আর নতুন এই অ্যাপ্লিকেশনটি যখন পুরোপুরি ভাবে সঠিক কাজ করতে লাগবে তখন আপনাদের আরো একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে দেবো।

Aadhaar Mobile Link বাড়িতে বসে করুন ! UIDAI এর নতুন উদ্যোগ

Aadhaar Mobile Link Launch UIDAI Aadhar App :- UIDAI এর পক্ষ থেকে নতুন একটি এপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন বা আপডেট করাতে পারবেন।

Leave a Comment