চালু বাংলা আবাস যোজনা ! সবাই ঘর পাবে, এই কয়টি শর্ত মানলে । Bangla Awas Yojana Condition

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana Condition 2024: মোদি সরকার ঘরের টাকা দিচ্ছেন না বলে রাজ্য সরকার ঘরের টাকা নিজেই দিবো বলে জানিয়েছেন । আর এবারে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা চালু করতে চলেছেন । তবে এই টাকা পেতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত । তবে কি সেই শর্ত এবং কবে দেওয়া হবে এই আবাসের টাকা ॥

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিবো বলে বাংলার মানুষদের অপেক্ষায় রেখেছিলেন । আজ দিবো কাল দিবো বলে কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না । তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাজেট বা ভোটের আগে ঘোষণা করে আসছেন ॥

কেন্দ্র যদি আবাসের টাকা না দেই । তাহলে আমি নিজে বাংলার মানুষদের ঘরের টাকা দিবো । আর যেহুতো আবাস প্রকল্পের টাকা ঘর বানাতে বাংলার মানুষদের দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার । তাই এবারে ফাইনালি আবাস প্রকল্পের ফাইনাল টাকা দেবার তারিখ জানিয়ে দিলো । তাহলে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক ॥

Bangla Awas Yojana প্রকল্পে কত দিবে ?

যেমন কেন্দ্রীয় সরকার ঘর বানাতে সাধারন মানুষদের ১ লক্ষ ২০ হাজার এবং ১ লক্ষ ৩০ হাজার করে টাকা দিয়ে থাকেন । ঠিক অনুরুপ ভাবে রাজ্য সরকার এই বাংলা আবাস যোজনার মাধ্যমে ১ লক্ষ ২০ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা করে ঘর বানতে দিবেন বলে জানিয়েছেন ॥

আরও পড়ুন -: লক্ষীর ভান্ডারের মতো ছেলেরাও 1,000 টাকা পাবে ! কিন্তু কীভাবে ? Government New Scheme

কবে থেকে শুরু হবে আবাসের টাকা দেওয়া ?

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন খুব শিঘ্রই সমীক্ষা করার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি অফিসার আসবে । বাংলার সরকার জানিয়েছেন আগামী ২১শে অক্টোবর থেকে শুরু করে ৩০শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করা হবে ॥

তার পরে তিনি আরো বলেছেন যে ২৭শে নভেম্বর এর মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিস গুলোতে ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে । এছাড়াও অনলাইন প্রর্টালেও এই আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই সমস্ত কাজ গুলো হবার পরে ফাইনালি দরিদ্র মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকবে । তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২৭শে নভেম্বর লিস্ট প্রকাশিত হবার পরে ২০ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ॥

কারা পাবে আবাস প্রকল্পের টাকা ?

দেখুন আবাস প্রকল্পের যে শর্ত গুলো রয়েছে । সেই সমস্ত শর্ত গুলোতো মানতেই হবে । আর মনে রাখবেন ২১ থেকে ৩০ অক্টোবর এর মধ্যে সমীক্ষায় যাদের নাম পাশ হবে । শুধুমাত্র তাদের ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দিবে পশ্চিমবঙ্গ সরকার ॥

আরও পড়ুন -: মহিলাদের নতুন প্রকল্প ! প্রত্যেকে 10,000 টাকা দিচ্ছে সরকার । দেখুন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি – Subhadra Yojana Eligibility

Bangla Awas Yojana Condition ?

আবাস প্রকল্পের টাকা দিবে কিন্তু এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে । সেই শর্ত গুলো নিচে দেওয়া হলো দেখেনিন ॥

১) বাড়িতে যদি ৩ বা ৪ চাকার গাড়ি এবং কৃষি কাজে ব্যবহার হওয়া যন্ত্রপাতি কোনো ভাবে থাকা চলবে না ॥

২) যে সমস্ত পরিবার গুলো আয়কর দেন ( Income Tax ) সেই সমস্ত পরিবার গুলো ঘরের টাকা পাবে না ॥

৩) এবার ৫ একর অসেচযুক্ত যদি কৃষি জমি থাকে । তাহলে আবাসের টাকা পাওয়া যাবে না ॥

৪) এর পরে যদি পরিবার মাসিক ১৫০০০ টাকার বেশি ইনকাম করে । তাহলে সেই পরিবার আবাসের টাকা পাবে না ॥

৫) যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা আবাসের টাকা পাবে না ॥

৬) পরিবারের কেও ঘর পেলে সেই পরিবার আর নতুন করে নতুন সদস্য টাকা পাবে না ॥

৭) যদি পাকা বাড়ি থাকে বা সরকার অন্য ঘর থাকে । তাহলে এবারের আবাসের টাকা পাবেনা ॥

৮) উপভোক্তা যদি কোনো রকমে কোনো নমিনি ছাড়া মারা যাই, তাহলে কোনো ভাবে ঘরের টাকা পাওয়া সম্ভব না ॥

৯) আবেদনকারী বা উপভোক্তা যদি জাইগা পরিবর্তন করে । তাহলে সেক্ষেত্রেও ঘরের টাকা পাবে না ॥

আরও পড়ুন -: কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ! জানালো কৃষি দপ্তর । Krishak Bandhu Taka Kobe Dukbe 2024

১০) এছাড়াও যদি সরকারের চালু করা কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৫০,০০০ টাকা বা তার বেশি লোন নেওয়া থাকে তাহলে হবে না ॥

১১) এমনি কি যদি মাছ ধরার কোনো বোট বাড়িতে থাকে । তাহলেও আপনি টাকা পাবেন না ॥

১২) যদি উপভোক্তার নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড লাইন থাকে তাহলে টাকা পাবে না ॥

১৩) পরিবারের কেও যদি সরকারি চাকরি করেন বা চাকরি জিবি হন । তাহলেও টাকা পাবেন না ॥

১৪) কেও যদি প্রফেশনাল ট্যাক্স দেই তালেও এই ঘরের টাকা পবে না ॥

Bangla Awas Yojana Condition

Bangla Awas Yojana New Condition 2024: মোদি সরকার ঘরের টাকা দিচ্ছেন না বলে রাজ্য সরকার ঘরের টাকা নিজেই দিবো বলে জানিয়েছেন

গুরুত্বপূর্ণ লিংক

Web LinkApply Now
Official Telegram405 Tech Bangla
Official WhatsApp405 Tech Bangla
Bangla Awas Yojana Condition

Leave a Comment