Durga Puja Ration List 2024: দুর্গা পূজো উপলক্ষে রাজ্য সরকার এর তরফ থেকে রাজ্যের মানুষদের জন্য দেওয়া হচ্ছে অতিরিক্ত রেশন । তবে কোন কার্ডে এই অতিরিক্ত রেশন মিলবে এছাড়া কারা এই অতিরিক্ত রেশন সামগ্রী পাবে । এমনকি কবে থেকে এই অতিরিক্ত রেশন দেওয়া হবে এবং কবে দেওয়া শেষ হবে । সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে ॥
Table of Contents
পশ্চিমবঙ্গে এখন দুর্গা পূজার অনন্দে মেতিয়ে উঠেছে । আর এই দুর্গা পূজোর আগেই রাজ্য সরকার জানিয়ে দিলেন অতিরিক্ত রেশন এর ঘোষণা । তবে আর নয় এবার চলুন জেনে নেওয়া যাক কোন কার্ডে এই অতিরিক্ত রেশন পাওয়া যাবে এবং কারা পাবে কবে দিবে কবে শেষ হবে । চলুন সমস্ত তথ্য জেনে নেওয়া যাক ॥
আরও পড়ুন -: শুরু হলো ১০ হাজার, ট্যাবের টাকা দেওয়া! new update 2024 taber taka
পশ্চিমবঙ্গে কত প্রকার রেশন কার্ড আছে ?
পশ্চিমবঙ্গে এখন কেন্দ্রের চালু করা ৩ প্রকার যেমন – SPHH PHH AAY ক্যাটাগরি রেশন কার্ড চালু রয়েছে । আর রাজ্য সরকারের ২ প্রকার যেমন – RKSY 1 এবং 2 ক্যাটাগরির কার্ড । এই সর্বমোট ৫ প্রকার কার্ড পশ্চিমবঙ্গে এখন চালু রয়েছে ॥
কেন্দ্রের কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে ?
যদি আপনার SPHH বা PHH ক্যাটাগরির রেশন কার্ড থাকে । তাহলে এই ২ ক্যাটাগরির রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাথা পিছু৫ কেজি করে রেশন দ্রব্য প্রত্যেক মাসে পাবেন । আর AAY ক্যাটাগরির কার্ডে আপনারা প্রত্যেক মাসে মোট ৩৫ কেনি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ॥
আপনার কাছে যে ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন । আপনি সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাবেন এতে কোনো চিন্তা নেই । তবে যদি AAY কার্ড থাকে । তাহলে আপনি মাসে ৩৫ কেজি রেশন পাবেন পরিবার পিছু । এই রেশন সম্পূর্ণ বিনা আপনিও পবেন যদি এই ক্যাটাগরির রেশন কার্ড ॥
আরও পড়ুন -: সবাই বাদ বাংলা আবাস যোজনা ! হবে কড়া ভেরিফিকেশন ॥ Bangla Awas Yojana Strict Verification
রাজ্যের কার্ডে কত কেজি রেশন পাবো ?
রাজ্য সরকার এর তরফ থেকে চালু করা RKSY 1 & 2 ক্যাটাগরির কার্ড থাকলে কত কেজি রেশন পাবেন । এখানে RKAY 1 কার্ড পিছু আপনারা ৫ কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন । আর RKSY 2 কার্ডে কার্ড পিছু আপনারা শুধুমাত্র ২ কেজি রেশন পাবেন ॥
Durga Puja Ration List 2025 ?
অন্ত্যোদয় অন্ন যোজনা ( AAY ) পরিবারের এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত ( SPHH ) পরিবারে ময়দা এবং চিনি পাবেন । তবে এই কার্ডধারীরা ছাড়া অন্য কেও এই পরিষেবা পাবে না ॥
এই ২টি পরিবারদের ১ কিলো ভরতুকিযুক্ত ময়দা ৩০ টাকা দরে গ্রাহকদের কিনতে হবে । আর ১ কিলো ভর্তুকিযুক্ত চিনি ১ কিলো ৩২ টাকা ধরে । তবে মনে রাখা দরকার বা আপনি মনে রাখবেন এই অতিরিক্ত রেশন ৬ই অক্টোবর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত থাকবে । এই ১ মাসের মধ্যে উপরের অতিরিক্ত রেশন গুলো নিতে পারবেন ॥
আরও পড়ুন -: পুজোর আগে কৃষকদের খুশির খবর! শস্য বীমা টাকা কবে ঢুকবে । shasya bima status check online
Durga Puja Ration List
Durga Puja Ration List 2024: দুর্গা পূজো উপলক্ষে রাজ্য সরকার এর তরফ থেকে রাজ্যের মানুষদের জন্য দেওয়া হচ্ছে অতিরিক্ত রেশন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |