eKyc Ration Card Online New Protal 2025:- রেশন কার্ডে আধার লিংক বা ইকেওাইসি কীভাবে করবেন । এছাড়াও যদি আধার কার্ডে এবং রেশন কার্ডে নামের বানান মিল না থাকে । তাহলে আপনি সেক্ষেত্রে কীভাবে করবেন ইকেওাইসি বা আধার লিংক ॥
দেখুন আধার ও রেশন কার্ডে নামের মিল না থাকলে রেশন কার্ডে আধার লিংক করা বা লিংক সক্রিয় রাখা অনেকটা কঠিন বা সম্ভব না বললেই চলে । যদিও আধার লিংক আছে কিন্তু নামের মিল নেই । তাহলে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আধার লিংক কেটে যাবে ॥
Table of Contents
আর যদি আধার লিংক এর জন্য কার্ড বন্ধ হয়ে থাকে । তাহলে বিষয়টি আরো জটিল হয়ে দাড়াই । কারন আধার লিংক না থাকলে রেশন কার্ড সংশোধন করা যাবে না ॥
নামের মিল না থাকলে Ekyc করুন ?
যদি আপনার আধার ও রেশন কার্ডে নামের মিল বা থাকে । তাহলে সেক্ষেত্রে আপনাকে অনলাইন এর মাধ্যমে ekyc বা আধার লিংক করে নিতে হবে । আর কীভাবে করবেন । সেই সম্পূর্ণ পদ্ধতি নিচে দেওয়া হলো । এছাড়াও এর সাথে ভিডিও দেওয়া হয়েছে নিচে ॥
নিচের পদ্ধতিতে বা ভিডিওই দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনি আপনার নাম মিলা না থাকা কার্ডে আধার লিংক করেন । তাহলে সেক্ষেত্রে ২৪ ঘন্টা সময় লাগবে আধার লিংক হতে ॥
আরো পড়ুন:- eKyc Ration Card Online – রেশন/আধার নামে মিল নাই! তবুও হবে eKyc 2025
তবে নাম এর মিল থাকলে । আধার লিংক সঙ্গে সঙ্গে হয়ে যাই । নামের মিল না থাকলে, শুধুমাত্র এক্ষেত্রে ২৪ ঘন্টা সময় লাগে । আর এই সময়ের মধ্যে আধার লিংক অবশ্যই হয়ে যাবে । আপনি করে দেখুন ॥
আর মনে রাখবেন ২৪ ঘন্টা পরে আধার লিংক হয়ে গেলে । আপনি আধার ওটিপি দিয়ে পুনরায় রেশন কার্ডটি সংশোধন করে নিবেন । অন্যথায় কার্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেকটা বেশি থাকে । তাই আধার লিংক হয়ে গেলে সাথে সাথে সংশোধন করে নিবেন অনলাইন থেকে ॥
How to ekyc ration card online?
১. প্রথমে আপনি চলে আসবেন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে । এখানে হোম পেজে দেখবেন Ration Card অপশেন আছে ॥
২. আপনি Ration Card অপশেনে ক্লিক করবেন । এখন আপনার সামনে Citizen Home অপশেন আসবে ॥
৩. আপনি Citizen Home এ ক্লিক করবেন । এর পরে Self Service এ ক্লিক করবেন । এর পরে আপনার সামনে অনেক গুলো অপশেন আসবে । সেখান থেকে আপনি ekyc তে ক্লিক করবেন ॥
৪. এখন আপনি যে ব্যাক্তির রেশন কার্ডে আধার লিংক করবেন । সেই ব্যাক্তির রেশন কার্ড নম্বর বসিয়ে দিবেন এবং সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫. এর পরে আপনি দেখতে পাবেন রেশন গ্রাহক এর সম্পূর্ণ তথ্য । সম্পূর্ণ তথ্য দেখে নেবার পরে আপনি নিচে দেখতে পাবেন আধার নম্বর বসানোর ঘর । সেখানে আধার নম্বর বসিয়ে দিবেন ॥
৬. এখন আপনি নিচের ঘরে টিক চিহ্ন দিয়ে Send Otp তে ক্লিক করবেন । আপনার আধারে লিংক থাকা মোবাইলে ৬ সংখ্যার ওটিপি যাবে । সেই ওটিপি বসিয়ে সাবমিট করবেন ॥
৭. সাবমিট করলে আধার কার্ডে থাকা তথ্য গুলো দেখাবে । তথ্য গুলো দেখে নেবার পরে আপনি সাবমিট করে দিবেন ॥
৮. সাবমিট করে দিলে আপনার সামনে মেসেজ চলে আসবে আধার লিংক বা ekyc হয়ে গিয়েছে । এখন ok তে ক্লিক করলে আপনার সামনে আরো একটি অপশেন আসবে মোবাইল লিংক করার জন্য । আপনি করতে চাইলে করতে পারেন ॥
৯. শুধু এখানে ক্লিক হেয়ার এ ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে মোবাইল নম্বর বসিয়ে, মোবাইল ওটিপি দিয়ে আপনি সাবমিট করে দিবেন । তাহলে মোবাইল ও আধার লিংক হয়ে যাবে ॥
eKyc Ration Card Online
eKyc Ration Card Online New Protal 2025:- রেশন কার্ডে আধার লিংক বা ইকেওাইসি কীভাবে করবেন । এছাড়াও যদি আধার কার্ডে এবং রেশন কার্ডে নামের বানান মিল না থাকে । তাহলে আপনি সেক্ষেত্রে কীভাবে করবেন ইকেওাইসি বা আধার লিংক ॥