PM Internship Scheme Apply: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ রেজিস্ট্রেশন? প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ রেজিস্ট্রেশন? কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে এবারে চালু করা হলো ( PM Internship Scheme ) এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে ৫০০০ এবং এককালিন ১৬০০০ টাকা দিবেন । তবে কীভাবে এই টাকা আপনি নিবেন বা আপনি কীভাবে আবেদন করবেন । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
Table of Contents
ভারতবর্ষে এখন বেকারত্ব অনেকটা বেড়ে গিয়েছে । আর এই বেকারত্ব কম করানোর জন্য কেন্দ্রের এই প্রকল্প । এই প্রকল্পের কথা কেন্দ্র বাজেটে ঘোষণা করেছিলেন । তবে এবারে ফাইনালি PM Internship Scheme প্রকল্পটি চালু করে দিয়েছেন । তবে চলুন এবার এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
আরও পড়ুন -: সবাই বাদ বাংলা আবাস যোজনা ! হবে কড়া ভেরিফিকেশন ॥ Bangla Awas Yojana Strict Verification
PM Internship Scheme এ কি করানো হবে ?
কেন্দ্রের তরফ থেকে এই PM Internship Scheme চালু করার কথা ২০২৪ সালের বাজেটে ঘোষণা হয়ে ছিলো । আর এবার এই প্রকল্পটি চালু করলেন কেন্দ্র । তবে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে । এই প্রকল্পের সাথে কয়েক হাজার কম্পানি যুক্ত রয়েছে ॥
এই প্রকল্পের সাথে যুক্ত থাকা কম্পানির লিস্ট ?
কেন্দ্রের চালু করা এই PM Internship Scheme এ যে সমস্ত কম্পানি গুলো যুক্ত রয়েছে । সেই সমস্ত কম্পানির নাম দেখার জন্য PM Internship Scheme এর অফিসিয়াল ওয়েব সাইটে চলে যান । হোম পেজে লিস্ট দেখতে পাবেন । এছাড়াও আপনারা এই প্রতিবেদনের নিচে দেখতে পাবেন ডাউনলোড লিংক ॥
এই প্রকল্পের সুবিধা ?
১) এই প্রকল্পের মাধ্যমে বা যারা PM Internship Program এ যুক্ত হবে । তাদের প্রত্যেক মাসে ৪৫০০ টাকা দিবে সরকার এবং যে কম্পানিতে যুক্ত হবেন বা ইন্টারসিপ করবেন সেই কম্পানি ৫০০ দিবে মোট ৫০০০ টাকা পবেন ॥
২) এই ৫০০০ টাকার সুবিধা শুধুমাত্র এক বছরের জন্য পাওয়া যাবে ॥
৩) এছাড়াও এখান থেকে ট্রেনিং নেবার পরে প্রার্থীরা যে কোনো বা বিভিন্ন কম্পানিতে চাকরির সুযোগ পাবে ॥
৪) এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রার্থীরা ১৬,০০০ টাকা পাবে । তবে মনে রাখবেন এই প্রকল্পের গাইডলাইনে ১৬,০০০ টাকা বলা আছে আর প্রোটালের হোম পেজে ৬০০০ লিখা রয়েছে । তবে কোনটি সঠিক বুঝা যাচ্ছে না ॥
৫) এই প্রোগ্রামের জন্য যারা সিলেট হবে । তাদের অতিরিক্ত ২টি বিমার সুবিধা দেওয়া হবে । ১) প্রধানমন্ত্রী জীবন জ্যােতি বীমা ২) প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা ॥
আরও পড়ুন -: পুজোর আগে কৃষকদের খুশির খবর! শস্য বীমা টাকা কবে ঢুকবে । shasya bima status check online
কারা আবেদন করতে পারবে ?
১) যাদের বয়স ২১ থেকে ২৪ । শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে । এই প্রকল্পে আবেদন করতে হলে ২১ থেকে ২৪ বছর বয়স হতে হবে ॥
২) এই প্রকল্পে আবেদন করার জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, BA, B.Sc, B.Com, BCA, BBA বা আর যোগ্যতা রয়েছে । নিচের দেওয়া লিংকে ক্লিক করে গাইড লাইন দেখুন ॥
৩) পৃণ্যকালীন সময়ের জন্য প্রার্থীদের কোনো কাজে যুক্ত থাকিলে হবে না ॥
৪) এছাড়াও বছরে ৮ লক্ষ টাকার বেশি আয় করলে আবেদন করতে পারবেন না ॥
PM Internship Scheme Apply ? প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ রেজিস্ট্রেশন?
১) কেন্দ্রীয় সরকার এর চালু করা অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥
২) এবার ওয়েব সাইটে আসার পরে আপনাকে বা আবেদনকারীকে রেজিস্টার করতে হবে ॥
৩) আর এই রেজিস্ট্রেশন আবেদনকারীদের আধার নম্বর রেজিস্টার করতে হবে ॥
আবেদন শুরু এবং শেষ তারিখ ?
১০ই অক্টোবর থেকে এই প্রকল্পের বিষয়ে আরো বেশি বিস্তারিত জানা যাবে । আর ১২ই অক্টোবর থেকে এই পোর্টালে রেজিস্টার করার কাজ শুরি হয়ে যাবে । এছাড়াও মনে রাখবেন প্রার্থীদের নতুন তালিকা বা লিস্ট ২৬ই নভেম্বর প্রকাশিত করা হবে এবং ২৭ই নভেম্বর চুড়ান্ত নির্বাচন হবে । তার সাথে ২ই ডিসেম্বর থেকে ইন্টারসিপ শুরু হয়ে যাবে ॥
PM Internship Scheme Apply
PM Internship Scheme Apply: কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে এবারে চালু করা হলো ( PM Internship Scheme ) এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে ৫০০০ এবং এককালিন ১৬০০০ টাকা দিবেন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |