Taber Taka Kobe Dukbe: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পড়ুয়ারদের জন্য বড়ো ধামাকার ঘোষণা । পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ছেলে মেয়েদের পড়াশুনাতে যেন কোনো সমস্যা বা কোনো অসুবিধা না হয় । সেটি মাথায় রেখে রাজ্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়ে চলেছেন ॥
যেমন ধরুন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য চালু করেছেন স্কলারশিপ । এই স্কলারশিপ এর মাধ্যমেও সাহায্য করে চলেছেন সরকার । এছাড়াও রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশুনা সঠিক ভাবে চালিয়ে নিয়ে যাবার জন্য দিচ্ছেন ট্যাব ॥
Table of Contents
তবে মনে রাখা দরকার এই ট্যাব সরকার সরাসরি দেই না । ট্যাব কিনার জন্য সরকার পুরো ১০,০০০ টাকা করে পড়ুয়াদের দিয়ে থাকেন । আর এই ১০,০০০ টাকা তুলে ট্যাব কিনতে হবে । তাই ট্যাব নয় সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন ॥
কাদের ট্যাব কিনতে সরকার টাকা দেই ?
মনে রাখা দরকার সরকার ট্যাব আলাদা ভাবে দেইনা । ট্যাব কিনতে সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ১০,০০০ টাকা দেন । তবে এই টাকা সবাই পাবে না । শুধুমাত্র দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের দিয়ে থাকেন রাজ্য সরকার ॥
প্রকল্প চালু হবার সময় ?
২০২১ সালে যখন সারা দেশে মহামারি চলছিলো । তখন বেশ কয়েক বছর স্কুল বন্ধ থাকার কারনে পড়ুয়ারা আনেকটা পিছিয়ে গিয়েছে । আর ঠিক সেই অবস্থায় সরকার অনলাইন পড়াশুনা চালানার জন্য পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন নামক এই প্রকল্প চালু করেছেন ॥
অনলাইনে ক্লাস করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পুরো ১০,০০০ টাকা স্মার্টফোন কিনার জন্য দিচ্ছেন । আর এই ১০ হাজার টাকা দিয়ে ফোন কিনে ক্লাস করতে হবে ॥
বাজেটে নতুন ঘোষণা ?
২০২৩-২৪ এর বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন । যখন কোনো ছাত্র ছাত্রী এবারে একাদশ শ্রেনীতে উঠবে । আর এই একাদস ক্লাসে উঠলেই পড়ুয়াদের ট্যাব কিনার জন্য ১০,০০০ টাকা করে দিয়ে দিবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ॥
টাকা দিতে দেরি কেন হচ্ছে ?
মনে রাখা দরকার গত ২৬ই সেপ্টেম্বর সরকার এই প্রকল্পের ১০,০০০ টাকা পড়ুয়াদের দিয়ে দেবার কথা বলেছিলেন । কিন্তু কিছু কিছু জাইগায় বন্যা হবার কারনে টাকা দেওয়া বন্ধ করেছিলেন সরকার । কারন প্রশাশন এই সময়ে প্রশাসন অনেকটা ব্যাস্ত ছিলেন । আর এবার মনে করা হচ্ছে এই প্রকল্পের টাকা সরকার দিতে পারেন ॥
Taber Taka Kobe Dukbe ?
তবে কবে এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে । এই বিষয় সঠিক কোনো তারিখ সরকার জানাইনি । তবে পুজোর আগে যদি ট্যাব কিনতে ১০,০০০ টাকা না দেওয়া হয় । তাহলে মনে রাখবেন পুজোর পরে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের ১০,০০০ টাকা ঢুকে যাবে ॥
আরও পড়ুন -: ২ দিনে নতুন রেশন কার্ড Approved ! Live প্রমান দেখুন । Only 2 Day Ration Card Approved
আবার মনে করা হচ্ছে ১৪ই নভেম্বর শিশু দিবস । এই শিশু দিবস এর দিনে একাদশ বা দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের এক সাথে টাকা দেওয়া হতে পারে কত বছরের মতো । তবে চিন্তা নেই এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই । তাই বিভ্রান্ত নয় অপেক্ষা করুন ॥
Taber Taka Kobe Dukbe
Taber Taka Kobe Dukbe: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পড়ুয়ারদের জন্য বড়ো ধামাকার ঘোষণা । পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ছেলে মেয়েদের পড়াশুনাতে যেন কোনো সমস্যা বা কোনো অসুবিধা না হয়
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |