WB Government New Scheme: লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যশ্রী, রুপশ্রীর মতো বেশ অনেক গুলো জনপ্রিয় প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার । আর এই সমস্ত প্রকল্পের সুবিধা ইতিমতো দিয়েই চলেছেন । তবে সব থেকে বেশি জনপ্রিয় লাভ করেছেন লক্ষীর ভান্ডার এবং কৃষক বন্ধু প্রকল্প ॥
রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য মহিলাদের ১০০০ এবং ১২০০ করে টাকা দিয়ে থাকেন । তবে আর নয় এবার ছেলেরাও পাবে লক্ষীর ভান্ডারের মতো ১০০০ করে টাকা । কিন্তু ছেলেরা কীভাবে পাবে । চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥
Table of Contents
আরও পড়ুন -: ২ দিনে নতুন রেশন কার্ড Approved ! Live প্রমান দেখুন । Only 2 Day Ration Card Approved
WB Government New Scheme 2024 ?
মহিলারা যেহুতো ১০০০ টাকা বা ১২০০ টাকার ভাতা প্রত্যেক মাসে পাচ্ছেন । ঠিক তেমনি ভাবে এবার ছেলেদের ভাতা দেবার জন্য রাজ্যের কৃষক ভাতা চালু করা হয়েছে । এর মাধ্যমে এখন থেকে ছেলেরা পাবেন প্রত্যেক মাসে ১০০০ টাকা ॥
এই প্রকল্পের ভাতা নেবার যোগ্যতা ?
১) এই সুবিধা যে কৃষক নিতে চাই । সেই কৃষককে নিশ্চয় পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে । না হলে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে ॥
২) আবেদন করার জন্য কৃষকের বয়স ৬০ বছর এর উপরে হতে হবে । তবে তফশিল এবং উপজাতিদের বয়স ৫৫ হলেও আবেদন করতে পারবেন ॥
৩) আবেদনকারীর নামে সর্বাধিক ১ একর কৃষি জমি থাকতে হবে । অন্যথায় আবেদন করতে পারবেন না ॥
আরও পড়ুন -: পুজোর আগে বড়ো ধামাকা ! পড়ুয়াদের ট্যাবের টাকা কবে দিবে । Taber Taka Kobe Dukbe 2024
৪) ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পে আবেদন করে সুবিধা নিতে পারবেন ॥
৫) আবেদনকারী যদি আগে থেকে কেন্দ্র বা রাজ্য সরকার এর কোনো ভাতা পেয়ে থাকেন । তাহলে এই প্রকল্পের আবেদন করা যাবে না ॥
আবেদন পদ্ধতি ?
১) এই প্রকল্পে আবেদন আপনাদের অফলাইন এর মাধ্যমে অবেদন করতে হবে ॥
২) অফিসিয়াল ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিবেন এবং ফিলাপ করে নিবেন ॥
৩) এবার ফর্মটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো এবং ফর্ম এক সাথে জমা করে দিবেন ॥
ডকুমেন্ট ?
- আধার কার্ড বা রেশন কার্ড
- জমির মালিকানার তথ্য
- শারীরিক অক্ষমতার শংসাপত্র
- স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র
- ব্যাঙ্কের পাসবই
- অ্যাক্টিভ মোবাইল নম্বর
Government New Scheme
WB Government New Scheme: লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যশ্রী, রুপশ্রীর মতো বেশ অনেক গুলো জনপ্রিয় প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |