Bangla Awas Yojana Strict Verification: আবাস যোজনার ভেরিফিকেশন হবে অত্যন্ত কড়া । তবে ভেরিফিকেশন কীভাবে হবে, কবে হবে । কারা আবাস যোজনা টাকা পাবে । আর কবে দেওয়া হবে এই আবাস যোজনা প্রকল্পের টাকা । তাহলে চলুন বিস্তারিত এই সমস্ত বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০ই ডিসেম্বর থেকে বাংলার মানুষরা পাবে আবাস যোজনার টাকা । তবে তার আগে হবে আরো একাবার ভেরিফিকেশন । এই ভেরিফিকেশনে নাম থাকলে । তবেই আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন । তাহলে চলুন এবার সমস্ত তথ্য গুলো জেনে নেওয়া যাক ॥
Table of Contents
Bangla Awas Yojana Strict Verification ?
আবাস যোজনা প্রকল্পে নাম উঠানোর আগে সার্ভে করা হয় । সার্ভে করার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে কে এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবে অথবা এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার মতো কে যোগ্য । যত খনে না সার্ভে হবে । ততখনে জানা যাবে না বা বুঝা যাবে না । এই আবাস যোজনা প্রকল্পের জন্য কারা যোগ্য ॥
এবার সার্ভে করার পরে নাম যখন লিস্টে আসে । তার পরেও আবার ভেরিফিকেশন হলো এই বছরে । আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্র দিবেনা । তাই রাজ্য নিজে এই আবাস যোজনা প্রকল্পের টাকা দিবে বলেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু যে লিস্ট দেখে প্রকল্পের টাকা দিবে মুখ্যমন্ত্রী । সেই লিস্ট অলরেডি ২বার ভেরিফিকেশন হয়ে গিয়েছে ॥
আরও পড়ুন -: RKSY 1 Card Benefits: পশ্চিমবঙ্গে rksy 1 রেশন কার্ডের সুবিধা?
এবার যেহুতো রাজ্য সরকার টাকা দিবেন । তাই পুনরায় আরো একবার ভেরিফিকেশন করা হবে এই আবাস যোজনা প্রকল্পের লিস্ট । মুখ্যমন্ত্রী বলেছেন ২১শে অক্টোবর থেকে শুরু করে ৩০শে অক্টোবর এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে পুনরায় ভেরিফিকেশন করা হবে । আর এই ভেরিফিকেশন আগের তুলনায় অনেকটা কড়া হবে ॥
আবাস যোজনা কড়া ভেরিফিকেশন ?
আগে আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন করার পরে, প্রোটালে আপডেট করতে হতো । কিন্তু এবারের ভেরফিকেশন হবে সম্পূর্ণ আলাদা । এবারের আবাস যোজনা ভেরিফিকেশন যারা করতে আসবে । তাদের কাছে একটি সরকারি মোবাইল অ্যাপ থাকবে । আর সেই অ্যাপ এর মাধ্যমে ভিডিও করে সাবমিট করতে হবে ॥
যদি একটু খুলে আপনাদের বুঝায় । তাহলে আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন করতে এসে উপভোক্তাদের অনেক রকম প্রশ্ন করা হবে । আর সেই প্রশ্ন গুলো করার সময় ভিডিও রেকর্ডিং চালু থাকবে । অফিসারদের প্রশ্ন এবং উপভোক্তার উত্তর দুইটি ভিডিও রেকর্ডিং থাকবে । তার পরে সাবমিট করতে হবে ॥
বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে ?
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে । আর তার পরের মাসের মানে ২৭ই নভেম্বর এর মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিস গুলোতে ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে । এছাড়াও এই লিস্ট অনলাইনেও দেখা যাবে ॥
আরও পড়ুন -: Ration Card Family Alada: ২৪ ঘন্টায় রেশন কার্ডের পরিবার ভাগ!
আর তার সাথে আরো বলা হয়েছে ২৭ই নভেম্বর এর মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়ে যাবর পরে । ২০ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারের এর তরফ থেকে বাংলার মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে । আর দ্বিতীয় কিস্তির টাকা মার্চ মাসে দেওয়া হবে । তবে প্রথম কিস্তিতে ৬০ হাজার এবং দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার দেওয়া হবে । তৃতীয় কিস্তির ১০ হাজার টাকা দেবার কোনো তারিখ ঘোষণা হয়নি ॥
বাংলা আবাস যোজনার প্রকল্পের ১৪টি শর্ত ?
আবাস প্রকল্পের টাকা দিবে কিন্তু এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে । সেই শর্ত গুলো নিচে দেওয়া হলো দেখেনিন ॥
১) বাড়িতে যদি ৩ বা ৪ চাকার গাড়ি এবং কৃষি কাজে ব্যবহার হওয়া যন্ত্রপাতি কোনো ভাবে থাকা চলবে না ॥
২) যে সমস্ত পরিবার গুলো আয়কর দেন ( Income Tax ) সেই সমস্ত পরিবার গুলো ঘরের টাকা পাবে না ॥
৩) এবার ৫ একর অসেচযুক্ত যদি কৃষি জমি থাকে । তাহলে আবাসের টাকা পাওয়া যাবে না ॥
৪) এর পরে যদি পরিবার মাসিক ১৫০০০ টাকার বেশি ইনকাম করে । তাহলে সেই পরিবার আবাসের টাকা পাবে না ॥
৫) যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা আবাসের টাকা পাবে না ॥
৬) পরিবারের কেও ঘর পেলে সেই পরিবার আর নতুন করে নতুন সদস্য টাকা পাবে না ॥
৭) যদি পাকা বাড়ি থাকে বা সরকার অন্য ঘর থাকে । তাহলে এবারের আবাসের টাকা পাবেনা ॥
৮) উপভোক্তা যদি কোনো রকমে কোনো নমিনি ছাড়া মারা যাই, তাহলে কোনো ভাবে ঘরের টাকা পাওয়া সম্ভব না ॥
৯) আবেদনকারী বা উপভোক্তা যদি জাইগা পরিবর্তন করে । তাহলে সেক্ষেত্রেও ঘরের টাকা পাবে না ॥
আরও পড়ুন -: শুরু হলো ১০ হাজার, ট্যাবের টাকা দেওয়া! new update 2024 taber taka
১০) এছাড়াও যদি সরকারের চালু করা কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৫০,০০০ টাকা বা তার বেশি লোন নেওয়া থাকে তাহলে হবে না ॥
১১) এমনি কি যদি মাছ ধরার কোনো বোট বাড়িতে থাকে । তাহলেও আপনি টাকা পাবেন না ॥
১২) যদি উপভোক্তার নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড লাইন থাকে তাহলে টাকা পাবে না ॥
১৩) পরিবারের কেও যদি সরকারি চাকরি করেন বা চাকরি জিবি হন । তাহলেও টাকা পাবেন না ॥
১৪) কেও যদি প্রফেশনাল ট্যাক্স দেই তালেও এই ঘরের টাকা পবে না ॥
Bangla Awas Yojana Strict Verification ?
আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন করতে এসে উপভোক্তাদের অনেক রকম প্রশ্ন করা হবে । আর সেই প্রশ্ন গুলো করার সময় ভিডিও রেকর্ডিং চালু থাকবে
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |