Ration Card List WB – Ration New Item List: পুজোতে রেশন নিয়ে বড়ো চমক । পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ রেশন গ্রাহকরা নানা রকম প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী প্রতি মাসে পেয়ে যাচ্ছেন । তবে বিশেষ করে সাধারন শ্রেনীর মানুষদের কাছে রেশন কার্ড খুবি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ॥
যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক এদের মতোই রেশন কার্ড ডকুমেন্ট হিসেবে ব্যবহার করেন সাধারন মানুষেরা । তবে তার পাশা পাশি এই রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রীও পান সাধারন শ্রেনীর মানুষেরা ॥
Table of Contents
Ration Card List WB
তবে আপনি কি জানেন সামনে আসছে পুজো । আর এই পুজোতে অর্থাৎ অক্টোবর মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কত কেজি রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বা সাধারন মানুষেরা পাবে । তবে চিন্তা নেই চলুন এবার অক্টোবর মাসের বিনামূল্যে রেশন দেবার তালিকা দেখে নেওয়া যাক ॥
1. অন্ত্যোদয় অন্ন যোজনা ( AAY )
এই অক্টোবর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY ক্যাটাগরির গ্রাহকরা সব থেকে বেশি রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাবেন । এই কার্ড যে পরিবারে রয়েছে । সেই পরিবার অক্টোবর মাসে ২১ কেজি চাল এবং ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি কম পাবেন ॥
আরও পড়ুন: WBSEDCL New Update: এখন WhatsAppe-এ বিদ্যুত বিল, নতুন কানেকশন, মোবাইল লিংক খুব সহজে হবে !
আর এর জন্য একটিও টাকা লাগবে না । এছাড়াও পরিবার পিছু এক কেজি করে চিন থাকবে । যদিও এই ১ কেজি চিনি কিনতে হবে । আর এর দাম নির্ধারিত থাকবে রেশন দোকান থেকে ॥
2. স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড ( SPHH & PHH )
এই স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড অর্থাৎ SPHH এবং PHH ক্যাটাগরি রেশন কার্ড যে পরিবারে থাকবে । সেই পরিবারের প্রত্যেক কার্ড পিছু ৩ কেজি চাল এবং ১.৯ আটা বা ২ কেজি করে কম দেওয়া হবে । ৫ জন সদস্য থাকলে । সব মিলিয়ে ২৫ কেজি রেশন সামগ্রী সম্পূর্ণ বিনা পাবেন ॥
3. রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ এবং ২ ( RKSY 1 & 2 )
এবারে এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড যদি আপনার থাকে । তাহলে মনে রাখবেন RKSY 1 কার্ডে প্রত্যেক কার্ড পিছু শুধুমাত্র চাল ৫ কেজি করে পাবেন । আর RKSY 2 ক্যাটাগরির কার্ডে শুধুমাত্র চাল ২ কেজি করে পাবেন ॥
রেশন সামগ্রী খবর ?
মনে রাখবেন আপনার পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে এবং আপনি কত কেজি করে রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাবেন । এর একটি SMS প্রত্যেক গ্রাহকদের রেশন কার্ডে লিংক থাকা মোবাইলে মেসেজ করে পাঠানো হয়ে থাকে ॥
Ration Card List WB
Ration Card List WB – Ration New Item List: পুজোতে রেশন নিয়ে বড়ো চমক । পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ রেশন গ্রাহকরা নানা রকম প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী প্রতি মাসে পেয়ে যাচ্ছেন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |