Subhadra Yojana Eligibility Now Apply: কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন । উভয়ে রাজ্যের মহিলাদের পাশে দাড়াতে নানা রকম প্রকল্প চালু করে চলেছেন । আর প্রতিটা প্রকল্পের সুবিধা দেশের বা রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা পাচ্ছেন ॥
তবে এবারে রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে নতুন আরো একটি প্রকল্প । যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাবেন পুরো ১০,০০০ টাকা । আর সেই প্রকল্পের নাম সরকার দিয়েছেন ‘সুভদ্রা যোজনা’ । তাহলে চলুন এই প্রকল্পে আবেদনের সমস্ত তথ্য জেনে নেওয়া যাক ॥
Table of Contents
আরও পড়ুন -: পুজোর আগে বড়ো ধামাকা ! পড়ুয়াদের ট্যাবের টাকা কবে দিবে । Taber Taka Kobe Dukbe 2024
সুভদ্রা যোজনার মূল উদ্দেশ্যে কি ?
এই Subhadra Yojana র মূল উদ্দেশ্যে হচ্ছে । রাজ্যের যে সমস্ত মহিলারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে । সেই মহিলাদের স্বনির্ভর করে তুলা হচ্ছে এই প্রকল্পের আসল এবং মূল উদ্দেশ্যে ॥
প্রকল্পের সুবিধা কী ?
এই প্রকল্পের সুবিধা হচ্ছে ৫,০০০ করে দুইবারে ১০,০০০ টাকা দেওয়া । আর মনে রাখবেন প্রত্যেক মাসে ৮৩৩ টাকা এবং ৫ বছরে টোটাল ৫০,০০০ টাকার আর্থিক সহায়তার সুবিধা ॥
এই প্রকল্পের টাকা কবে কবে দেওয়া হবে ?
খবর অনুযায়ী জানা যাচ্ছে বিশ্ব নারী দিবসে প্রথম কিস্তির ৫,০০০ টাকা দেওয়া হবে । আর দ্বিতীয় কিস্তির ৫,০০০ টাকা রাখি পূর্ণিমার দিনে দেওয়া হবে । এই ২টি কিস্তির মাধ্যমে ১০,০০০ টাকা পাবেন ॥
কারা আবেদন করতে পারবে ?
এই প্রকল্পে আবেদব করার জন্য অবশ্যই উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হতে হবে ॥
আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক থাকতে হবে ॥
এই প্রকল্প শুধুমাত্র আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেনীর মহিলার আবেদন করতে পারবেন ॥
কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করেন না এমন মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে ॥
এই প্রকল্পে আবেদনের জন্য রেশন কার্ড অবশ্যই থাকতে হবে আবেদনকারীর ॥
পারিবারিক আয় ২.৫ লক্ষ এর নিচে হতে হবে । ২.৫ লক্ষ এর বেশি হলে আবেদন করতে পারবেন না ॥
আরও পড়ুন -: লক্ষীর ভান্ডারের মতো ছেলেরাও 1,000 টাকা পাবে ! কিন্তু কীভাবে ? Government New Scheme
Subhadra Yojana Eligibility ?
এই সরকার প্রকল্পের সুবিধা শুধুমাত্র উড়িষ্যা রাজ্যের মহিলারা নিতে পারবে । কারন এই প্রকল্প চালু করা হয়েছে উড়িষ্যা রাজ্য সরকার এর তরফ থেকে । তাই এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র উড়িষ্যা রাজ্যের মহিলারা পাবেন ॥
Subhadra Yojana Eligibility
Subhadra Yojana Eligibility Now Apply: কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন । উভয়ে রাজ্যের মহিলাদের পাশে দাড়াতে নানা রকম প্রকল্প চালু করে চলেছেন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |