BSB Taka Release Date: বাংলার কৃষকদের ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার এর তরফ থেকে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে । আর সেই ক্ষতিপূরণ দেওয়া প্রকল্পের নাম বাংলা শস্য বীমা । এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন । আর ব্যায় ভেষে যাওয়া কৃষক টাকা দেবার ঘোষণা রাজ্য সরকারের ॥
Table of Contents
বাংলা শস্য বীমা ?
যদি কোনো টাকা পয়সা ওলা লোকের ক্ষতি হয় । তাহলে কিন্তু তাদের পাশে দাড়ানোর মতো বহু মানুষ আছে । কিন্তু এই একি জাইগায় যদি কোনো কৃষকের ক্ষতি হয় । তাহলে এদের ক্ষতিপূরণ দেবার কেও নেই । আর সেই কারনে রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণ দেবার জন্য চালু করেছেন বাংলা শস্য বীমা ॥
এই বীমার মাধ্যমে কত টাকা দেওয়া হয় ?
এই বাংলা শস্য বীমার একটি নিয়ম আছে । এই বীনা চালাতে গেলে কৃষকদের টাকা দিতে হয় । ধরুন বীনা চালাতে গেলে ১০০ টাকা লাগবে । তো এবার এই ১০০ টাকা পুরোটাই সরকার নিজে দিচ্ছেন । আগে ৫০% কৃষক ৫০% সরকার দিতো । এখান সবটাই রাজ্য সরকার দেই । আর বীামর টাকা জমিত পরিমান হিসেবে দেওয়া হয় ॥
আরও পড়ুন -: চালু বাংলা আবাস যোজনা ! সবাই ঘর পাবে, এই কয়টি শর্ত মানলে । Bangla Awas Yojana Condition
BSB Taka Release Date 2024 ?
তবে এই বাংলা শস্য বীনার টাকা পশ্চিমবঙ্গ সরকার কবে দিবে । এই প্রশ্ন এবারে উঠে এসেছে । আর কৃষকদের মাথায় বড়ো চাপ । কারন সামনে বড়ো একটি পরব রয়েছে । কিন্তু মনে রাখবেন সরকার বলেছেন দিবো । কিন্তু কবে দিবে তার ফাইনাল তারিখ সরকার ঘোষণা করেনি ॥
এই বীমার টাকা নিতে আবেদন কীভাবে করবেন ?
এই প্রকল্পে আবেদন সব সময় করা যাই না । সরকার থেকে যখন অনুমোতি আসে এই প্রকল্পে আবেদন করার । ঠিক সেই সময়ে আবেদন করতে হবে । তার পরেই আপনি এই প্রকল্পের বীনার টাকা পাবেন । এছাড়াও আপনি ব্লক অফিসে গিয়েও আবেদন করতে পারেন ॥
আরও পড়ুন -: অক্টোবর মাস পড়তে না পড়তে 7টি নিয়মে বড়ো পরিবর্তন ! October 7 Rules Change
এই প্রকল্পের টাকা কাদের দেওয়া হয় ?
এই প্রকল্পের টাকা শুধুমাত্র কৃষকরা পাবে । তবে কৃষকরা বলে সব কৃষকরা পাবে না । যে সমস্ত কৃষকদের তাদের ফসলের ক্ষতি হয় বা ক্ষতিগ্রস কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টালা দিয়ে সাহকরেন পশ্চিমবঙ্গ সরকার । আর টাকার সংখ্যা জমির পরিমান হিসেবে দেওয় হবে ॥
BSB Taka Release Date 2024 ?
BSB Taka Release Date: বাংলার কৃষকদের ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার এর তরফ থেকে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে ।
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |