কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ! জানালো কৃষি দপ্তর । Krishak Bandhu Taka Kobe Dukbe 2024

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Krishak Bandhu Taka Kobe Dukbe: কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে । সরসরি জানালো কৃষি দপ্তর । তবে চলুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার তারিখ নিয়ে কি আপডেট এসেছে জেনে নেওয়া যাক ॥

পুজোর আগেই কৃষকদের সুখবর জানালো!

কৃষি প্রধান দেশের মধ্যে ভারতবর্ষ একটি । আর এই ভারতবর্ষের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার যেমন PM KISAN প্রকল্প চালু করেছেন । ঠিক তৈমনি ভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু । এই প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের সহায়তা করে থাকেন ॥

আরও পড়ুন -: রাজ্যের কৃষি দপ্তরে 35,000 টাকা বেতনে কর্মী নিয়োগ ! দেখুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি । NABARD Recruitment 2024

কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকরা এখন ২০২৪ সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকার জন্য আপেক্ষা করে আছে । আর সামনেই বড়ো উৎসব দুর্গাপুজো । কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, সেই বিষয়ে আপডেট উঠে এসেছে ॥

৩১শে ডিসেম্বর ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন । তবে ১লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে, প্রকল্পের নথিভুক্ত কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিলো । তবে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ॥

কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ?

তবে ১২ই জুন ২০২১ সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেন । যেখানে প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছিলো । বর্তমানে যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে । সেই সমস্ত কৃষকদের খরিফ ও রবি মরসুমে মোট ২টি কিস্তিতে ১০,০০০ টাকা দিয়ে থাকেন ॥

আর যাদের ১ একর এর কম জমি রয়েছে । সেই সমস্ত কৃষকদের ২টি কিস্তিতে সর্বনিম্ন ৪,০০০ টাকা দেওয়া হচ্ছে । এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সে মৃত্যু হয় । তাহলে সেই কৃষকের পরিবার কে ২,০০,০০০ টাকা অনুদান হিসেবে দেওয়া হয় ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুন -: লক্ষীর ভান্ডারের মতো ছেলেরাও 1,000 টাকা পাবে ! কিন্তু কীভাবে ? Government New Scheme

Krishak Bandhu Taka Kobe Dukbe
Krishak Bandhu Taka Kobe Dukbe

রবি মরসুম টাকা দেবার ফাইনাল তারিখ ?

কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করলেন ব্লক অফিস । ব্লক অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের এবারে দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে না । যদি গত কয়েক বছরের টাকা দেবার তারিখ গুলো লক্ষ করেন । তাহলে বুঝতে পারবেন ॥

Krishak Bandhu Taka Kobe Dukbe ?

২০২১ সালের ৮ই ডিসেম্বর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিলো । ২০২২ সালের ২১শে ডিসেম্বর এবং ২০২৩ সালের ১২ই ডিসেম্বর কোনো অনুষ্ঠান ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিলো । এবার সেই অনুপাতে এবারেও ২০২৪ সালের ডিসেম্বর মাসেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ॥

কিন্তু এখাবে ব্লক অফিস থেকে একটি আনুমানিক তারিখ জানিয়েছেন । আগামী ১০ থেকে ১৫ই নভেম্বর এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । কিন্তু সরকারি ভাবে কোনো তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আপনাদের সঠিক কোনো তথ্য জানাতে পারছিনা ॥

অক্টোবর মাসের ২১ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার অফিসিয়াল কাজ শুরু হয়ে যাবে । তবে জানা গিয়েছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে । কারন জানিয়েছেন, ADA Uploaded থেকে সরাসরি Account Valid এ চলে আসছে । আর নতুনদের ADA Uploaded এর পরে DDA Approved হবার পরে আসবে Account Valid ॥

জানা গিয়েছে সেই কারনে নতুন কৃষকদের টাকা দেরিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । তবে এবারে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কৃষকদের ২টি গুরুত্বপূর্ণ কাজ করিয়ে রাখতে হবে । কিন্তু কি সেই কাজ নিচে দেখুন ॥

এই ২টি কাজ করতেই হবে ( গুরুত্বপূর্ণ তথ্য )?

কৃষক বন্ধুই আধার লিংক
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক এবং Ekyc

আরও পড়ুন -: মহিলাদের নতুন প্রকল্প ! প্রত্যেকে 10,000 টাকা দিচ্ছে সরকার । দেখুন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি – Subhadra Yojana Eligibility

তবে মনে রাখবেন যে কৃষকরা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছেিলেন । সেই জয়েন্ট অ্যাকাউন্টের পরিবর্তে সিঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করাতে হবে । জয়েন্ট অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকবে না । কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিতে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট আপডেট করিয়ে নিন ॥

Krishak Bandhu Taka Kobe Dukbe ?

আগামী ১০ থেকে ১৫ই নভেম্বর এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে

গুরুত্বপূর্ণ লিংক

Web LinkApply Now
Official Telegram405 Tech Bangla
Official WhatsApp405 Tech Bangla
Krishak Bandhu Taka Kobe Dukbe ?

Leave a Comment