Krishak Bandhu Taka Kobe Dukbe: কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে । সরসরি জানালো কৃষি দপ্তর । তবে চলুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার তারিখ নিয়ে কি আপডেট এসেছে জেনে নেওয়া যাক ॥
পুজোর আগেই কৃষকদের সুখবর জানালো!
কৃষি প্রধান দেশের মধ্যে ভারতবর্ষ একটি । আর এই ভারতবর্ষের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার যেমন PM KISAN প্রকল্প চালু করেছেন । ঠিক তৈমনি ভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু । এই প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের সহায়তা করে থাকেন ॥
কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকরা এখন ২০২৪ সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকার জন্য আপেক্ষা করে আছে । আর সামনেই বড়ো উৎসব দুর্গাপুজো । কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, সেই বিষয়ে আপডেট উঠে এসেছে ॥
Table of Contents
৩১শে ডিসেম্বর ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন । তবে ১লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে, প্রকল্পের নথিভুক্ত কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিলো । তবে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ॥
কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ?
তবে ১২ই জুন ২০২১ সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেন । যেখানে প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছিলো । বর্তমানে যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে । সেই সমস্ত কৃষকদের খরিফ ও রবি মরসুমে মোট ২টি কিস্তিতে ১০,০০০ টাকা দিয়ে থাকেন ॥
আর যাদের ১ একর এর কম জমি রয়েছে । সেই সমস্ত কৃষকদের ২টি কিস্তিতে সর্বনিম্ন ৪,০০০ টাকা দেওয়া হচ্ছে । এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সে মৃত্যু হয় । তাহলে সেই কৃষকের পরিবার কে ২,০০,০০০ টাকা অনুদান হিসেবে দেওয়া হয় ॥
আরও পড়ুন -: লক্ষীর ভান্ডারের মতো ছেলেরাও 1,000 টাকা পাবে ! কিন্তু কীভাবে ? Government New Scheme
রবি মরসুম টাকা দেবার ফাইনাল তারিখ ?
কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করলেন ব্লক অফিস । ব্লক অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের এবারে দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে না । যদি গত কয়েক বছরের টাকা দেবার তারিখ গুলো লক্ষ করেন । তাহলে বুঝতে পারবেন ॥
Krishak Bandhu Taka Kobe Dukbe ?
২০২১ সালের ৮ই ডিসেম্বর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিলো । ২০২২ সালের ২১শে ডিসেম্বর এবং ২০২৩ সালের ১২ই ডিসেম্বর কোনো অনুষ্ঠান ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিলো । এবার সেই অনুপাতে এবারেও ২০২৪ সালের ডিসেম্বর মাসেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ॥
কিন্তু এখাবে ব্লক অফিস থেকে একটি আনুমানিক তারিখ জানিয়েছেন । আগামী ১০ থেকে ১৫ই নভেম্বর এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । কিন্তু সরকারি ভাবে কোনো তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আপনাদের সঠিক কোনো তথ্য জানাতে পারছিনা ॥
অক্টোবর মাসের ২১ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার অফিসিয়াল কাজ শুরু হয়ে যাবে । তবে জানা গিয়েছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে । কারন জানিয়েছেন, ADA Uploaded থেকে সরাসরি Account Valid এ চলে আসছে । আর নতুনদের ADA Uploaded এর পরে DDA Approved হবার পরে আসবে Account Valid ॥
জানা গিয়েছে সেই কারনে নতুন কৃষকদের টাকা দেরিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । তবে এবারে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কৃষকদের ২টি গুরুত্বপূর্ণ কাজ করিয়ে রাখতে হবে । কিন্তু কি সেই কাজ নিচে দেখুন ॥
এই ২টি কাজ করতেই হবে ( গুরুত্বপূর্ণ তথ্য )?
কৃষক বন্ধুই আধার লিংক
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক এবং Ekyc
তবে মনে রাখবেন যে কৃষকরা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছেিলেন । সেই জয়েন্ট অ্যাকাউন্টের পরিবর্তে সিঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করাতে হবে । জয়েন্ট অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকবে না । কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিতে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট আপডেট করিয়ে নিন ॥
Krishak Bandhu Taka Kobe Dukbe ?
আগামী ১০ থেকে ১৫ই নভেম্বর এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |