shasya bima status check online: পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবার কথা বললেন । এবার বিষয় হচ্ছে আপনি যদি এই বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন করে থাকেন । তাহলে কীভাবে দেখবেন অনলাইনে যে আপনার নাম approved হলো কিনা এবং আপনি কত টাকা পাবেন ॥
দেখুন শস্য বীমা প্রকল্পে তো সবাই আবেদন করে । কিন্তু শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাবেন এবং আপনি তো টাকা নেবার জন্য বসে আছে তবে আপনি কি জানেন আপনার নাম এই প্রকল্পের উঠেছে কিনা । আবেদন করার পরেই শুধু বসে আছে । চালুন এবার জেনে নেওয়া যাক সমস্ত তথ্য ॥
Table of Contents
এই প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হয় ?
বাংলা শস্য বীমা প্রকল্পে যে সমস্ত কৃষকরা তাদের নিজেদের নাম নথিভুক্ত করাবে । সেই সমস্ত কৃষকদের প্রিমিয়াম দিতে হবে । আর এই প্রিমিয়াম সরকার দেই ৫০% আর কৃষকদের দিতে হয় ৫০% । তবে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ ১০০% প্রিমিয়াম এর টাকা দিয়ে দেই । তাই কৃষকদের দিতে হয় না । আর সময় হলে কৃষকরা টাকা পেয়ে যাই ॥
আরও পড়ুন -: Ration Card Family Alada: ২৪ ঘন্টায় রেশন কার্ডের পরিবার ভাগ!
বাংলা শস্য বীমা প্রকল্পে কত টাকা দেওয়া হয় ?
পশ্চিমবঙ্গ সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পটি চালু করেছেন দেশের কৃষকদের জন্য । আর এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করে থাকেন । তবে এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাবেন । এটি কারোর বলা সম্ভব না । কারন জমির উপর নির্ভর করে শস্য বীমার টাকা দেওয়া হয় ॥
আবেদন কীভাবে করবেন ?
যদি আপনি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন । তাহলে আর চিন্তা নয় এবার আপনার শস্য বীমা রয়েছে । ফসলের ক্ষতি হলেই সরকার ক্ষতিপূরণ দিবে । আর এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট ফর্ম নিয়ে ফিলাপ করে কৃষি অফিসে জমা করতে হবে । তাহলেই অবেদন হয়ে যাবে ॥
আরও পড়ুন -: শুরু হলো ১০ হাজার, ট্যাবের টাকা দেওয়া! new update 2024 taber taka
shasya bima status check online ?
১) আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে ॥
২) এবার হোম পেজে farmer corner এ ক্লিক করবেন ॥
৩) এখানে আপনি কৃষকের ভোটার কার্ড নম্বর বসিয়ে দিবেন । সিজিন সিলেট করে নিবেন ॥
৪) এবার সাল সিলেট করে নেবার পরে আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) এখানে দেখতে পাবেন কৃষকের সমস্ত তথ্য । এখানে ডাউনলোড অপশেনে ক্লিক করবেন ॥
৬) এবার আপনার সামনে বড়ো একটি পেজ খুলে যাবে ॥
৭) সেখানে একদম নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন Application Id নম্বর । সেটি কপি বা নোট করে নিবেন ॥
৮) প্রটালের হোম পেজে চলে আসুন এখানে দেখবেন Application Status সেখানে ক্লিক করবেন ॥
৯) এর পরে Application No বসিয়ে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
১০) এবার কৃষকের সম্পূর্ণ স্টাটাস এখানে দেখিয়ে দিবে । নাম Approved হয়েছে কিনা সেটিও দেখিয়ে দিবে ॥
আরও পড়ুন -: সবাই বাদ বাংলা আবাস যোজনা ! হবে কড়া ভেরিফিকেশন ॥ Bangla Awas Yojana Strict Verification
shasya bima status check online
shasya bima status check online: পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবার কথা বললেন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |