Bangla Awas Yojana Condition 2024: মোদি সরকার ঘরের টাকা দিচ্ছেন না বলে রাজ্য সরকার ঘরের টাকা নিজেই দিবো বলে জানিয়েছেন । আর এবারে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা চালু করতে চলেছেন । তবে এই টাকা পেতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত । তবে কি সেই শর্ত এবং কবে দেওয়া হবে এই আবাসের টাকা ॥
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিবো বলে বাংলার মানুষদের অপেক্ষায় রেখেছিলেন । আজ দিবো কাল দিবো বলে কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না । তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাজেট বা ভোটের আগে ঘোষণা করে আসছেন ॥
Table of Contents
কেন্দ্র যদি আবাসের টাকা না দেই । তাহলে আমি নিজে বাংলার মানুষদের ঘরের টাকা দিবো । আর যেহুতো আবাস প্রকল্পের টাকা ঘর বানাতে বাংলার মানুষদের দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার । তাই এবারে ফাইনালি আবাস প্রকল্পের ফাইনাল টাকা দেবার তারিখ জানিয়ে দিলো । তাহলে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
Bangla Awas Yojana প্রকল্পে কত দিবে ?
যেমন কেন্দ্রীয় সরকার ঘর বানাতে সাধারন মানুষদের ১ লক্ষ ২০ হাজার এবং ১ লক্ষ ৩০ হাজার করে টাকা দিয়ে থাকেন । ঠিক অনুরুপ ভাবে রাজ্য সরকার এই বাংলা আবাস যোজনার মাধ্যমে ১ লক্ষ ২০ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা করে ঘর বানতে দিবেন বলে জানিয়েছেন ॥
আরও পড়ুন -: লক্ষীর ভান্ডারের মতো ছেলেরাও 1,000 টাকা পাবে ! কিন্তু কীভাবে ? Government New Scheme
কবে থেকে শুরু হবে আবাসের টাকা দেওয়া ?
পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন খুব শিঘ্রই সমীক্ষা করার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি অফিসার আসবে । বাংলার সরকার জানিয়েছেন আগামী ২১শে অক্টোবর থেকে শুরু করে ৩০শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করা হবে ॥
তার পরে তিনি আরো বলেছেন যে ২৭শে নভেম্বর এর মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিস গুলোতে ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে । এছাড়াও অনলাইন প্রর্টালেও এই আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত করতে হবে ॥
এই সমস্ত কাজ গুলো হবার পরে ফাইনালি দরিদ্র মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকবে । তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ২৭শে নভেম্বর লিস্ট প্রকাশিত হবার পরে ২০ই ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ॥
কারা পাবে আবাস প্রকল্পের টাকা ?
দেখুন আবাস প্রকল্পের যে শর্ত গুলো রয়েছে । সেই সমস্ত শর্ত গুলোতো মানতেই হবে । আর মনে রাখবেন ২১ থেকে ৩০ অক্টোবর এর মধ্যে সমীক্ষায় যাদের নাম পাশ হবে । শুধুমাত্র তাদের ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দিবে পশ্চিমবঙ্গ সরকার ॥
Bangla Awas Yojana Condition ?
আবাস প্রকল্পের টাকা দিবে কিন্তু এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে । সেই শর্ত গুলো নিচে দেওয়া হলো দেখেনিন ॥
১) বাড়িতে যদি ৩ বা ৪ চাকার গাড়ি এবং কৃষি কাজে ব্যবহার হওয়া যন্ত্রপাতি কোনো ভাবে থাকা চলবে না ॥
২) যে সমস্ত পরিবার গুলো আয়কর দেন ( Income Tax ) সেই সমস্ত পরিবার গুলো ঘরের টাকা পাবে না ॥
৩) এবার ৫ একর অসেচযুক্ত যদি কৃষি জমি থাকে । তাহলে আবাসের টাকা পাওয়া যাবে না ॥
৪) এর পরে যদি পরিবার মাসিক ১৫০০০ টাকার বেশি ইনকাম করে । তাহলে সেই পরিবার আবাসের টাকা পাবে না ॥
৫) যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা আবাসের টাকা পাবে না ॥
৬) পরিবারের কেও ঘর পেলে সেই পরিবার আর নতুন করে নতুন সদস্য টাকা পাবে না ॥
৭) যদি পাকা বাড়ি থাকে বা সরকার অন্য ঘর থাকে । তাহলে এবারের আবাসের টাকা পাবেনা ॥
৮) উপভোক্তা যদি কোনো রকমে কোনো নমিনি ছাড়া মারা যাই, তাহলে কোনো ভাবে ঘরের টাকা পাওয়া সম্ভব না ॥
৯) আবেদনকারী বা উপভোক্তা যদি জাইগা পরিবর্তন করে । তাহলে সেক্ষেত্রেও ঘরের টাকা পাবে না ॥
১০) এছাড়াও যদি সরকারের চালু করা কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৫০,০০০ টাকা বা তার বেশি লোন নেওয়া থাকে তাহলে হবে না ॥
১১) এমনি কি যদি মাছ ধরার কোনো বোট বাড়িতে থাকে । তাহলেও আপনি টাকা পাবেন না ॥
১২) যদি উপভোক্তার নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড লাইন থাকে তাহলে টাকা পাবে না ॥
১৩) পরিবারের কেও যদি সরকারি চাকরি করেন বা চাকরি জিবি হন । তাহলেও টাকা পাবেন না ॥
১৪) কেও যদি প্রফেশনাল ট্যাক্স দেই তালেও এই ঘরের টাকা পবে না ॥
Bangla Awas Yojana Condition
Bangla Awas Yojana New Condition 2024: মোদি সরকার ঘরের টাকা দিচ্ছেন না বলে রাজ্য সরকার ঘরের টাকা নিজেই দিবো বলে জানিয়েছেন
গুরুত্বপূর্ণ লিংক
Web Link | Apply Now |
Official Telegram | 405 Tech Bangla |
Official WhatsApp | 405 Tech Bangla |